Thursday, 8 May 2025

ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত! নীরব ভূমিকায় প্রশাসন!

 


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরি করে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখনো আটক হয়নি কেউ।


এ ঘটনায় দৈনিক আজকের জনবাণী পত্রিকার সলঙ্গা প্রতিনিধি শাহরিয়ার মোর্শেদ বাদী হয়ে সলঙ্গা থানায় এজহার দায়ের করেন।


সোমবার (০৫ মে) সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক মো. জাকির হোসাইন গুরুতর আহত হলে তাকে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সংবাদ সংগ্রহের জন্য দৈনিক  যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসাইন, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন রেজা, দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সহকারী সম্পাদক নাফিউল ইসলাম আবির, সিরাজগঞ্জ কণ্ঠের স্টাফ রিপোর্টার পারভেজ সরকার, ভোরের ডাক পত্রিকার সলঙ্গা প্রতিনিধি শংকর কুমার রায়সহ ৬ জন সাংবাদিক সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের ববিউজ্জামান এর ছেলে মহিবুল ইসলাম ইসলাম সবুজের মাদক ও ভেজাল ঔষধ তৈরির কারখানার সংবাদ সংগ্রহের জন্যে গেলে সে মব তৈরি করে সে সহ তার বোন বোনের জামাই সহ অন্তত ১২ মিলে সাংবাদিকদের উপর হামলা করে, প্রায়  ঘণ্টাব্যপী সাংবাদিক মো. জাকির হোসাইনকে হত্যার উদ্দেশ্য বেধরক মারপিট করে। এ সময় উপস্থিত অন্যান্য  সাংবাদিকরা মারপিটে বাধা দিলে তাদের ও লাঞ্ছিত করে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়।

এ সময় কৌশলে সাংবাদিক মোরশেদুল ইসলাম ( শাহরিয়ার মোর্শেদ) ঘটনাস্থল থেকে সরে গিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান কে কল দিয়ে না পেয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিলে ২ ঘণ্টা পর পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।

এ সময় যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক মো. জাকির হোসাইন গুরুতর আহত হলে তাকে সিরাজগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদি সাংবাদিক মোরশেদ জানান, মামলা দায়ের এবং হামলার ভিডিও ফুটেজ সলঙ্গা থানার ওসিকে দিলেও ঘটনার সাথে জড়িতদের আটক করেনি সলঙ্গা থানা পুলিশ।

এ বিষয়ে মুঠোফোন চিকিৎসাধীন  সাংবাদিক মো. জাকির হোসাইন জানান, গত সপ্তাহে সলঙ্গায় সুধী মহাজন’ মোর্শেদ ও তার মামা আলম গংদের বিরুদ্ধে আমার করা একটি রিপোর্ট দৈনিক যায়যায়দিন পত্রিকা সহ স্থানীয় দৈনিক কলম সৈনিক, যুগের কথা, সিরাজগঞ্জ বার্তা সহ অনেক পত্রিকায় রিপোর্ট প্রকাশ করায় বিভিন্ন মহল থেকে হুমকি ধামকি পেয়েছি, তার পর ঘটনার দিন ওইখানে আমাদের হামলা হয়।

এ ঘটনার মারপিটের  ভিডিও ফুটেজসহ সকল তথ্য প্রমাণ প্রশাসনকে দেয়া হয়েছে কিন্তু  ঘটনার ৩দিন পার  হলেও এখন পর্যন্ত আটক হয়নি কেউ।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোখলেছুর রহমান জানান, সাংবাদিকদের হামলার ঘটনায় একটি মামলা হয়েছে আসামীদের আটকের চেষ্টা চলছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: