হাটিকুমরুল চড়িয়া মধ্য পাড়া এলাকার মামুনার রশিদ মামুন সহ চোর চক্রের সন্দেহভাজন ৪ সদস্য আটক।
মামুনার রশিদ নিজেকে হাটিকুমরুল বিএনপির সেচ্চাসেবকদলের কর্মী পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছিল।
জানাজায়, সিএনজিসহ চরিয়া শিকার মধ্যপাড়া এলাকার আকবর মুন্সির ছেলে মামুনার রশিদ মামুন(৩৯) , ও কালীবাড়ি এলাকার রহমত আলীর ছেলে জুলহাস (৩৫) মৃত আলতাফের ছেলে নয়ন (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে আনিসুর রহমান (২৮) কে গভীর রাতে কামারখন্দ এলাকার লোকজন আটক করে থানায় সোপর্দ করে।
ঐ এলাকাবাসীর একজন জানায় তারা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। রাতে আটক করে কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে।
@highlight #StarsEverywhere #highlightseveryone #highlightseveryonefollowers2025 #hilightseveryonefollowers #সলঙ্গাব্রেকিং #ocsalanga #hatikumrul #BNPBangladesh #
0 coment rios: