Thursday, 24 April 2025

নির্বাচ‌নে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দে‌বে পাঁচ ইসলামী দল

 


আগামী জাতীয় নির্বাচ‌নে সমঝোতার মাধ্যমে আসনভি‌ত্তিক একক প্রার্থী দে‌বে কওমি-সমর্থিত পাঁচ‌টি ইসলামী দল।

দলগু‌লো হ‌লো— চর‌মোনাই পীরের ইসলামী আন্দোলন, মাওলানা মামুনুল হ‌কের খেলাফত মজ‌লিস, জ‌মিয়‌তে উলামা‌য়ে ইসলাম, খেলাফত মজ‌লিস (অপর অংশ) ও মুফ‌তি ইজহা‌রের নেজা‌মে ইসলাম পা‌র্টি।

বুধবার (২৩ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে পাঁচটি ইসলামী দলের এক যৌথসভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সভায় অন্য চার দলের নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হজরত মাওলানা আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: