ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের পাশে থাকা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হলো। দলমত, মতভেদ ভূলে সব শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাদেরও সক্রিয় অংশগ্রহণ ছিলো এই প্রতিবাদ কর্মসূচিতে।
শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই উদ্যানের আশপাশের সব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের আশপাশের সব সড়কেও ছিলো মানুষের মিছিল।
এদিকে মূল অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে গাজার প্রতি সংহতি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতা ও প্রতিনিধিরা।
কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
0 coment rios: