Wednesday, 16 July 2025

ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন

 


বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের (নিবন্ধন স্থগিত) জন্য বরাদ্দকৃত ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ বুধবার সকালে ওয়েবসাইটে আর এটি দেখা যায়নি।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল রাতে ফেসবুকে একটি পোস্টে ইসির সমালোচনা করে বলেন, ‘অভিশপ্ত ‘‘নৌকা’’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’

ইতোপূর্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছিলেন, ‘প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।’

বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। জানা গেছে, নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা বেড়ে ১১৫টি হবে, যেখানে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও অন্তর্ভুক্ত থাকবে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নামে নৌকা প্রতীক বরাদ্দ রাখার বিষয়টি বিতর্ক তৈরি করেছিল। ইসির এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: