সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নয়নগাতি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাসের চালক বাবলু ও যাত্রী মানিক। তাঁদের দুজনেরই বাড়ি পাবনার কাশিনাথপুরে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। নয়নগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক বাবলু ও যাত্রী মানিক নিহত হন।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস থানায় নিয়ে আসা হয়েছে।


0 Comments